Header Ads

Header ADS

Poit of Jalaluddin Rumi, জালাল উদ্দিন রুমির কবিতা

দৃশ্যের পেছনে

এটি কি তোমার মুখমণ্ডল
যে বাগানকে সাজায়?
এটি কি তোমার সুঘ্রাণ
যে বাগানকে পাগল করে?
এটি কী তোমার প্রাণ
যে এই ছোট ঝরনাকে
করেছে নদী অথবা শরাব?
শত সহস্র জন তোমাকে খুঁজে বেড়ায়
আর মরে যায় এই বাগানে
অথচ তুমি লুকিয়ে আছ দৃশ্যের পেছনে।
কিন্তু এই ব্যথা তাদের নেই
যারা আসে আশিক  হয়ে।
তখন তোমাকে পাওয়া যায় সহজে
তুমি থাকো এই বাতাসে
আর শরাবের নদীতে।

No comments

অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করুন

আবেদনটি সম্পূন হওয়ার পর প্রিন্ট কপি ইউনিয়ন পরিষদে ১৫ দিনের মধ্যে জমাদিতে হবে এবং প্রিন্ট করার দিন হতে 15 দিনের মধ্যে নির্বাচন অফিসের দায়িত...

Theme images by IntergalacticDesignStudio. Powered by Blogger.