Header Ads

Header ADS

Jalal udddin Rumi, রুমি’র কবিতা

মুহূর্তের সুখ

মুহূর্তের সুখ
আমি আর তুমি বসে আছি বারান্দায়
দেখতে দুই, আসলে এক, তুমি আর আমি।
আমরা পান করি জীবনের জল এখানে
বাগানের সুন্দর নিয়ে বসে আছি দুজনে
তুমি আর আমি।
আর পাখিরা গাইছে
নক্ষত্রমণ্ডলী আমাদেরকে দেখছে
আজ আমরা তাদের দেখাব
এক পাতলা বাঁকা চাঁদ হতে কেমন লাগে!
তুমি আর আমি আমিশূণ্য, বসে আছি এক হয়ে
উদাসীন অলস বিচারের কাছে, আমি আর তুমি।
স্বর্গের টিয়া মিছরি কামর দিচ্ছে
যখন আমরা হেসে উঠছি, তুমি আর আমি।

No comments

অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করুন

আবেদনটি সম্পূন হওয়ার পর প্রিন্ট কপি ইউনিয়ন পরিষদে ১৫ দিনের মধ্যে জমাদিতে হবে এবং প্রিন্ট করার দিন হতে 15 দিনের মধ্যে নির্বাচন অফিসের দায়িত...

Theme images by IntergalacticDesignStudio. Powered by Blogger.